এই মুহূর্তে জেলা

ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কারিগর চন্দননগরের প্রবর্তক সেবা নিকেতন।

প্রদীপ বসু, ২৪ ফেব্রুয়ারি:- এরা ছোটো বেলা থেকে ঘর ছাড়া অর্থাৎ পরিবার বলতে কেউ নেই। একমাত্র ভরষা চন্দননগরের প্রবর্তক সেবা নিকেতন। এদের অভিভাবক পরিমল ব্যানার্জি। প্রবর্তক সেবা নিকেতন এর ৮জন ছাত্রী এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।তারা হল অর্পিতা দত্ত রঞ্জনা সোরেন দীপা মুর্মু প্রতিমা মুরমু সুমিতা সরেন সুপর্ণা বিশ্বাস লক্ষ্মী সরকার ও স্নেহা আড্য।খুবই অসহায় এরা।

এদের গল্প নাই বা বললাম। তবে এরা খুশি এই আবাসনে অনেক মেয়েরা পড়াশুনা করে। থাকা খাওয়া সবই বহন করে সেবা নিকেতন। পরীক্ষা ভালো হচ্ছে, সব ভালো হবে বলল আবাসিকেরা। পরিমল বাবু বললেন আমরা আশাবাদি এদের পরীক্ষা ভালো হবে। এর আগে অনেক ছাত্রীর ভবিষ্যত তৈরি করে দিয়েছে চন্দননগরের প্রবর্তক সেবা নিকেতন।