এই মুহূর্তে জেলা

কর্মহীনদের চাকরির সুযোগ করে দিতে নয়া উদ্যোগ শ্রীরামপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের।

হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- বর্তমান বাজারে একদিকে যেমন কমছে চাকরির সুযোগ তেমনি প্রতিযোগিতা ও বাড়ছে হু হু করে। এই প্রতিযোগিতার বাজারে সরকারি চাকরি এক কথায় দুরস্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করুক ছেলেমেয়েরা। রাজ্যে বেসরকারি বিনিয়োগ এনে সেই চাকরির বাজার একটু চাঙ্গা করতে যায় বর্তমান রাজ্য সরকার। এর জন্য বহু রকমের সরকারি উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। শুক্রবার শ্রীরামপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে দেখা গেল সেরকমই এক অভিনব উদ্যোগ। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কর্মহীন কিছু যুবক, যুবতীদের চাকরির সুযোগ করে দেওয়ার লক্ষ নিয়ে ইন্টারভিউ পর্ব শুরু হল এদিন।

নন অ্যকাউন্ট, বি পি ও, ব্যাক অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বেশ কয়েকটি পদের জন্য এদিন ১৪০ জন যুবক-যুবতিকে ডেকে পাঠানো হয় এদিন। এরমধ্যে পঁচিশ জনকে কাজ দেওয়া হবে বেশ কশেকটি পদে। উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত যে সমস্ত যুবক যুবতী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করেছেন ইতিমধ্যেই তারাই প্রথম অবস্থায় এই সুযোগ পেয়েছেন। আগামীদিনে আরোও বেশ কিছু সেক্টরে অন্য আরোও সংস্থার সাথে আরোও নতুন নতুন কাজের সুযোগ বাড়বে বলে আশা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কতৃপক্ষের।