এই মুহূর্তে জেলা

শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা বেলুড় মঠেও।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দিরে সন্ধ্যা আরতির পর শুরু হয়েছে শিবরাত্রির আরাধনা। ভক্তিভরে আরম্ভ হয়েছে মহা শিবরাত্রির পূজা।

ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতির পর এদিন মঠের মূল মন্দিরে ভক্ত সমাগমে সন্ন্যাসী মহারাজরা পূজার সূচনা করেন। বেলুড় মঠের শিবরাত্রি পূজার বিশেষ আকর্ষণ শিব নৃত্য। যা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে আগত ভক্তের সমাগম হয় আজকের এই বিশেষ দিনে।