এই মুহূর্তে জেলা

ধূলাগোড়ে সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ, উত্তেজনা। নামলো পুলিশ ও র‍্যাফ।

হাওড়া, ২১ এপ্রিল:- হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সাঁকরাইল বিধানসভার ধূলাগোড় উত্তরপাড়ায় সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার ওই এলাকায় প্রচার সেরে সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় শিবপুরে যখন অন্য কর্মসূচিতে চলে এসেছিলেন সেই সময় ধূলাগোড়ের উত্তরপাড়ায় ওই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। বাম প্রার্থীর অভিযোগের তির তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, আমাদের কর্মীদের উপর হামলা হলে আমরাও এর শেষ দেখে ছাড়ব। দলের কর্মীরা আমাদের সম্পদ। কেন আমরা গণতান্ত্রিকভাবে প্রচার করতে পারব না? এই অঞ্চলের ১১টি বুথ অতি স্পর্শকাতর। এখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। প্রয়োজনে আমরা হাইকোর্টে যাব। এদিকে, উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ মোতায়ন করা হয়েছে এলাকায়।