কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষার কারণে সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনের প্রচার পর্ব সংক্ষিপ্ত করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে প্রচার করা যাবে ২০শে ফেব্রুয়ারী সকাল ১০ টা পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ শে ফেব্রুয়ারী সকাল দশটা থেকে, তাই তার ৭২ ঘন্টা অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত প্রচার করা যাবে।
এরপর আর কোনরকম মিটিং মিছিল জনসভা স্ট্রীট কর্নার কোন কিছুই করা যাবে না। কেবলমাত্র বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা যাবে। সে ক্ষেত্রেও মাথায় রাখতে হবে যাতে কোনরকম ভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা যাতে না হয়। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। আগামী ২৭শে ফেব্রুয়ারী ওই কেন্দ্রে ভোট গ্রহণ।