হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- গতকাল পাঁচলার সভায় মুখ্যমন্ত্রীর ঘোষণার খুব শীঘ্রই বাস্তবায়ন হতে চলেছে হাওড়াতেও। প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে তৎপর পুরসভা। শুক্রবার হাওড়ার জগাছা ধাড়সায় এক অনুষ্ঠানে এসে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী পাঁচলার অনুষ্ঠান মঞ্চে ঘোষণা করেছেন ২০২৪ এর মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা। গত বছর শেষের দিকে আমাদের কাছেও ফান্ড এসেছে। হাওড়া পুরসভা এলাকাতেও নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে। পানীয় জল সরবরাহ করার জন্য হাওড়া পুরসভা ও কেএমডিএ যৌথভাবে কাজ করছে। আশা করি খুব শীঘ্রই হাওড়া পুরসভা এলাকায় প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা নির্দিষ্ট পরিমাণ জল পৌঁছে দিতে পারব।
প্রসঙ্গত, হাওড়ার জগাছায় ধাড়সা গভর্নমেন্ট কলোনিতে গড়ে উঠতে চলেছে হাওড়া পুরসভার নতুন একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার (ইউপিএইচসি) অর্থাৎ শহুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। শুক্রবার এর ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে আসেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডা: সুজয় চক্রবর্তী। জানা গেছে, এখানে ছয় বেডের একটি প্রাথমিক হাসপাতাল গড়ে উঠবে। যেখানে পোলিও ও ভ্যাকসিন সহ নানা স্বাস্থ্য পরিষেবা পাবেন এলাকার বাসিন্দারা। হাওড়া পুরসভা এখানে নির্মাণ করছে ওই আরবান প্রাইমারি হেলথ সেন্টারটি। এই স্বাস্থ্যকেন্দ্রের বিষয়ে ডা: সুজয় চক্রবর্তী বলেন, এখানে একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার গড়ে উঠছে। যেখানে একজন নার্স ও একজন চিকিৎসক থাকবেন। এখান থেকে ওষুধ দেওয়া হবে। কিছু টেস্ট হবে এখানে। এখানকার মানুষদের প্রাথমিক চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না।