প্রদীপ বসু, ৯ ফেব্রুয়ারি:- ১২ বছর পর জুটমিলের ট্রাস্টি বোর্ড নির্বাচনে জয়ের মুকুট পরল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে হুগলির চাপদানি নর্থ ব্রুক জুটমিলে বুধবার ট্রাস্টি বোর্ডের নির্বাচন হয়। কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে এই নির্বাচন। বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। মূল প্রতিদ্বন্দ্বী ছিল শাসক দলের আই এন টি টি ইউ সি আর কংগ্রেসের আই এন টি ইউ সি। তৃণমূল নেতা কিশোর কেওয়াটের নেতৃত্ত্বে ময়দানে লড়াইতে নেমেছিল ৫ জন প্রার্থী। তাদের মধ্যে একজন মুখ রক্ষা করেছে।তার নাম সুজিত মন্ডল।অন্যদিকে কংগ্রেস নেতা দারোগা রাজভরের নেতৃত্ত্বে ৫ জন লড়াইতে নেমে জয়লাভ করেছে ৪ জন।
রাত ১২ টা নাগাত এই ফলাফলের ঘোষণা হতেই আনন্দে মেতে উঠল কংগ্রেস কর্মী-সমর্থকরা। এ প্রসঙ্গে দারোগা বলেন শ্রমিক দের পাশে আমি দাঁড়িয়েছি। এদের জন্য দিল্লি পর্যন্ত ছুটে গিয়েছিলাম। তারা আমার আন্দোলনের ফলে পরিষেবা পেয়েছে।এই জয়ে আমি শ্রমিক প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ম্যানেজমেন্টকে বলব আবার নতুন ভাবে কাজ শুরু করতে। পাশাপাশি কংগ্রেস নেতা কিশোর কেওয়াট ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও ফোনের মাধ্যমে বলল আমরা একটা সিটে জয়লাভ করেছি ঠিকই কিন্তু তিন চার জনের ভোটের মার্জিন সামান্য পার্থক্য রয়েছে। কেন এমন হল খতিয়ে দেখব।রাতেই নর্থব্রুক মিল গেটের সামনে আবির, বাজিতে মেতে উঠে দলিয় পতাকা নিয়ে পথ পরিক্রমা করল জাতীয় কংগ্রেস।