এই মুহূর্তে জেলা

বর্ধমান ছাড়া অন্যান্য লোকাল ট্রেন পরিষেবা প্রায় স্বাভাবিক।


হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার বর্ধমান স্টেশনের রেলওয়ে ওভারব্রিজ ভাঙার জন্য পাওয়ার ব্লকেজের কারণে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে, এর জেরে তেমন কোনও প্রভাব নজরে আসেনি হাওড়ায়। হাওড়া স্টেশনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে বর্ধমান ছাড়া অন্যান্য লোকাল ট্রেনের পরিষেবা।

তবে দূরপাল্লার একাধিক গাড়ি বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন ভিন রাজ্য থেকে আসা যাত্রীরা। কিভাবে নিজেদের গন্তব্যে পৌঁছাবেন তা নিয়ে চিন্তিত তারা। তবে রেলের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বিকেলের পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। তবে যতক্ষণ না নির্ধারিত কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কোনও কিছুই বলা সম্ভব হবে না। সেক্ষেত্রে যাত্রীদের সাময়িক সমস্যার জন্য আগে থেকেই দু:খপ্রকাশ করা হয়েছে।