কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- সাধারণ মানুষের কাছে নানা সরকারি পরিষেবা পৌঁছে দিতে আগামী কাল রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি আয়োজন করছে রাজ্য সরকার। রাজ্যের ২৯৪ টি বিধানসভার শহর ও গ্রামীণ এলাকায় একযোগে এই পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে হাওড়ার পাঁচলা থেকে রাজ্যব্যাপী এই কর্মসূচির সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
জেলাশাসক,বিধায়ক স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা নিজের এলাকা থেকে ভার্চুয়াল ভাবে এই কর্মসূচিতে অংশ নিয়ে উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেবেন। যে সব জায়গায় শাসক দলের বিধায়ক নেই সেখানে বিডিও র উপস্থিতিতে দলের পুরপ্রধান ও পঞ্চায়েত প্রধানরা এই দায়িত্ব পালন করবেন। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর নির্বাচনী ক্ষেত্র খড়দহের গ্রামীণ ও শহর এলাকায় দু’টি কর্মসূচি হবে। বিধায়করা যাতে এই কর্মসূচিতে অংশ নিতে পারেন সে কারণে আগামীকালের জন্য বিধানসভার অধিবেশন বসছে না বলে জানা গেছে।