এই মুহূর্তে কলকাতা

নাগরিকদের পুর পরিষেবা দিতে তৎপর মন্ত্রী, রাজ্যজুড়ে পরিদর্শনে ফিরহাদ।

কলকাতা, ২৪ জানুয়ারি:- পুর এলাকার নাগরিকরা সমস্ত রকম পরিষেবা এবং সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমত পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যের সব পুরসভা পরিদর্শন করবেন। গত শনিবার রানাঘাট পুরসভা সফরের মধ্যে দিয়ে তিনি ওই কর্মসূচির সূচনা করেছেন। এখন থেকে তিনি প্রতি সপ্তাহে একটি করে পুরসভায় পরিদর্শনে যাবেন বলে পুর দফতর সূত্রে জানা গেছে। রাজ্যের বিভিন্ন পুরসভায় নতুন জল প্রকল্প, বর্জ্য ব্যবস্থাপনা, সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ চলেছে।

পুরমন্ত্রী সেই সব প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন, সংশ্লিষ্ট পুর প্রধান এবং চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন, পাশাপাশি পুর পরিষেবা মানুষের কাছে ঠিকমত পৌঁছাচ্ছে কিনা সে ব্যাপারেও খোঁজ খবর নেবেন। নাগরিকরা যাতে সরাসরি মেয়রের কাছে তাঁদের অভাব অভিযোগ জানাতে পারেন সেজন্য কলকাতা পুরসভা টক টু মেয়র কর্মসূচি চালু করেছে। রাজ্যের অন্যান্য পুরসভাতেও অনুরূপ জনসংযোগ কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে। এই বিষয়টি নিয়েও পুরমন্ত্রী সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।