এই মুহূর্তে জেলা

হুগলি জেলা জুড়ে পালিত হল নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৬ তম জন্মজয়ন্তী।

তরুণ মুখোপাধ্যায়, ২৩ জানুয়ারি:- সারা দেশের পাশাপাশি হুগলি জেলাতেও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তী। এদিন সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব সংগঠন, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেতাজি স্মরণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন সকালে রিষড়া পুর সভার সামনে নেতাজির প্রতিকৃত্তিতে মাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পুরপ্রধান বিজয় সাগর মিশ্রা। জেলা সদর চুঁচুড়ায় যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করা হয়। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে শ্রদ্ধার সঙ্গে পালন করায় দিনটি।

বাঁশবেড়িয়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক হতে প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। এছাড়াও বৈদ্যবাটিতে শ্রীরামপুরে চুঁচুড়ায় পালিত হয় দিনটি। চাপদানির বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুর পৌরসভার প্রধান গিরিধারী সাহা সিআইসি সন্তোষ কুমার সিং পিআইসি পিন্টু নাগ সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার আরামবাগ, পান্ডুয়া, তারকেশ্বর, চন্ডীতলা, উত্তরপাড়া প্রভৃতি স্থানেও দেশবরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।হুগলী প্রেসক্লাবের পক্ষ থেকেও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয় দিনটি, জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলন করা হয় ক্লাব প্রাঙ্গণে।