এই মুহূর্তে জেলা

পৌষ সংক্রান্তী উৎসব ও গঙ্গা পুজোয় সামিল জেলাবাসি।

হুগলি, ১৪ জানুয়ারি:- হুগলি জেলা জুড়ে পৌষ সংক্রান্তী উৎসব ও গঙ্গা পুজোয় সামিল হন জেলাবাসি। একদিকে জেলার বিভিন্ন জায়গায় গঙ্গাপুজো যেমন হয় তেমনি মকর সংক্রান্তি উপলক্ষে পুন্য স্নানের জন্য নদী বা গ্রামীণ বড় প্রতিষ্ঠিত পুকুর গুলিতে মানুষের ভিড় ছিল যথেষ্ট চোখে পড়ার মতোন। এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই শীতকে উপেক্ষা করে জেলার ওপড় দিয়ে প্রবাহিত গঙ্গা, দামোদর, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরি নদীতে পুর্নার্থীদের ভোর বেলা স্নান করতে দেখা গেলো। দেবী গঙ্গার পুজোপাঠ হবার পাশাপাশি বাড়িতে চলে লক্ষ্মী পুজোর আয়োজন। মুলত এই এদিন পুজিত হন গঙ্গাদেবী।

এদিন পৌষ সংক্রান্তী উপলক্ষ্যে আরামবাগের কালিপুরে দ্বারকেশ্বর নদীর পাড়ে গঙ্গা পুজোর আয়োজন করা হয়।রীতি মেনে পুজো পাঠ হয়। শতাধিক বছর ধরে গঙ্গাদেবীর আরোধনা হয়ে আসছে প্রাচীন রীতি মেনে। নদীর চরে আগে পুজো হতো। বর্তমানে নদী বাঁধ সংলগ্ন মাঠে হয়।এমনটাই জানান পুরোহিত ঠাকুর। তবে করোনা পরিস্থিতিতে এই বছর কিছু বিধি নিষেধ মেনে পুজো পাঠ ও মেলা হচ্ছে বলে জানান পৌরপ্রশাসক স্বপন নন্দী। তবে সকাল থেকেই এলাকার মানুষ গঙ্গা পুজোয় সামিল হয়। সবমিলিয়ে পৌষ সংক্রান্তী উপলক্ষ্য সারা দেশের পাশাপাশি হুগলি জেলার মানুষ প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে মকর সংক্রান্তিতে পবিত্র নদীতে মকর স্নান দেন।