কলকাতা, ২১ জানুয়ারি:- কোভিড টিকা করণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে আরও দেড় লক্ষ ডোজ কোভিশিল্ড টিকার ডোজ পাঠিয়েছে। গতকালই সেগুলি বাগবাজারের সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তবে ওই টিকা শুধু মাত্র বুস্টার ডোজ হিসাবেই ব্যবহার করা যাবে। রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা পার্থ দে জানিয়েছেন রাজ্যে কোভিশিল্ড টিকার ভাঁড়ার শুন্য হয়ে যাওয়ায় টিকা করণ ব্যাহত হচ্ছিল।
এমতাবস্থায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর কেন্দ্রকে চিঠি লিখে কোভিশিল্ড টিকার ডোজের জন্য আবেদন জানায়। তারপরেই এই দেড় লক্ষ ডোজ টিকা পাঠানো হলো। তবে বুস্টার ডোজের টিকাকরণের জন্য দু’রকম টিকা বা ককটেল ডোজ সমান কার্যকরী বলে তিনি জানিয়েছেন