এই মুহূর্তে জেলা

চে-কন্যার বিশ্ব-শান্তির অনুষ্ঠানেও শুধুই বামেরা।


হুগলি, ২১ জানুয়ারি:- “জনগণের শক্তি হলো আসল শক্তি। সরকার আসবে সরকার যাবে। কিন্তু জনগনকে নিজের অধিকার রক্ষার জন্য এক হতে হবে। আমাদের সমস্যা হল ধর্ম ও চামড়ার রঙ দেখে আমরা নিজেদের বিচার করি। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে নিজের অধিকার রক্ষার জন্য এক ভাবে চলতে হবে।” হুগলির উত্তরপাড়ায় এসে এমনই মন্তব্য কিউবার বামপন্থী নেতা চে গুয়েভেরার কন্যা এলাইদা গুরেভেড়ার।

বেশ কিছুদিন কেরলে কাটানোর পর কলকাতায় চে কন্যা পেশায় চিকিৎসক এলাইদা গুয়েভেড়া। রাজ্যের বিভিন্ন যায়গায় বামপন্থী সভা ও সম্বর্ধনা য় অংশ নিচ্ছেন তিনি। বাংলার বামপন্থী দের চে উন্মাদনা দেখে আপ্লুত চে কন্যা। মানুষের স্বার্থে মানুষের জন্য আন্দোলন চে গুয়েভারার এই কথা সারাবিশ্বে ছড়িয়ে দেওয়াই তার লক্ষ বলে জানান এলাইদা।