এই মুহূর্তে কলকাতা

বুধবার বাবুঘাটে গঙ্গাসাগর পূণ্যার্থীদের শুভেচ্ছা জানাবেন মমতা।


কলকাতা, ১০ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গেছে।সাগরে ভিড় বাড়ছে পূণ্যার্থীদের। তাঁদের শুভেচ্ছা জানাতে বুধবার আউট্রাম ঘাটে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বুধবার বিকেল চারটে নাগাদ আউট্রাম ঘাটে ট্রানজিট ক্যাম্পে গিয়ে পুণ্যার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি। কিছুদিন আগে সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখতে নিজে সশরীরে গঙ্গাসাগর ঘুরে এসেছেন মমতা। বুধবার তিনি আউটরা্ম ঘাটে গিয়ে যাত্রীদের শুভেচ্ছা জানাবেন বলে খবর। পাশাপাশি, তাদের যেন কোনও রকম অসুবিধা না হয় সেদিকটাও দেখবে তিনি। গঙ্গাসাগর মেলা এবং মকর সংক্রান্তির স্নান যাতে ঠিকভাবে সম্পন্ন হয় সেদিকে কোনও ত্রুটি রাখেনি সরকার।

জানা গিয়েছে, এই বছর প্রায় ৬০ লক্ষ মানুষ অংশ নিতে পারেন পুণ্যস্নানে। এত বড় চ্যালেঞ্জ নিতে তৈরি রাজ্য সরকার। গঙ্গাসাগর গিয়ে বাংলার বিখ্যাত মন্দিরের রেপ্লিকার উদ্বোধন করেছেন মমতা। বাইরে থেকে তীর্থযাত্রীরা এসে যাতে বাংলার শিল্প, ভাস্কর্য, ইতিহাসের সাক্ষী থাকতে পারেন সেই জন্যেই এই ব্যবস্থা। হিন্দিভাষীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সে কারণে সমস্ত ব্যানার, হোর্ডিং, বোর্ডে বাংলার পাশাপাশি হিন্দিতে নির্দেশ দেওয়া থাকবে বলে জানা গিয়েছে। বিশেষভাবে চিহ্নিত করা থাকবে স্নানের ঘাটগুলিকেও।