এই মুহূর্তে কলকাতা

মিছিলের অনুমতির না মেলায় কোর্টের দ্বারস্থ চাকরি প্রার্থীরা, মামলার শুনানি আগামীকাল।

কলকাতা, ১০ জানুয়ারি:- কলকাতা শহরের রাস্তায় মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, তাদের মিছিলের অনুমতি দেওয়া হোক। হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মামলা করার অনুমতি দিয়েছেন। উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন মহামিছিলের ডাক দিয়েছে। শহরের তিনটি জায়গা থেকে এই মিছিল শুরু হবে।

হাওড়া, কলেজ স্ট্রিট এবং শিয়ালদহ থেকে তিনটি মিছিল ধর্মতলার মেট্রো চ্যানেলে আসবে। কিন্তু সেই মিছিলের অনুমতি চাওয়া হলে, কলকাতা পুলিশ তা দেয়নি। মামলকারীদের আইনজীবী কৌস্তভ বাগচী জানান, পুলিশ অনুমতি না দেওয়াতেই আদালতে মামলা দায়ের করা হয়েছে। স্বচ্ছভাবে নিয়োগের দাবিতেই চাকরিপ্রার্থীরা এই মিছিল করবেন। মামলাকারীদের আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। আগামীকাল, বুধৰাৰ মামলার শুনানি।