এই মুহূর্তে জেলা

চন্দননগর পুরনিগমের ইস্তেহার প্রকাশ বিজেপির।

সুদীপ দাস , ১৪ জানুয়ারি:- বাম ও তৃণমূলের ধাঁচে চন্দননগর পুরনিগমের ইস্তেহার প্রকাশ করলো বিজেপিও। শুক্রবার সন্ধ্যায় চুঁচুড়ায় হুগলী জেলা সাংগঠনিক কার্যালয় থেকে এই ইস্তেহার প্রকাশ করেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি তুষার মজুমদার, যুব সভাপতি সুরেশ সাউ, পার্থ ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্বরা। মোট ৭টি বিভাগে চন্দননগরের উন্নয়নকে ইস্তেহারে ব্যাখ্যা করা হয়। ইস্তেহারের নামকরণ করা হয়েছে চন্দননগরের সংকল্প বিজেপি বিকল্প। এবার এবার সংস্কৃতি জিতবে, এবার শিক্ষা জিতবে, এবার সবাই জিতবে, এবার আমাদের সংস্কৃতি জিতবে, এবার স্বাস্থ্য জিতবে, এবার সুরক্ষা জিতবে, এবার সুরক্ষা জিতবে এই সাত দফায় ইস্তেহার প্রকাশিত হয়েছে।