এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশনে অভিযান চালিয়ে পুলিশের জালে ৯ বাংলাদেশী।

হাওড়া, ১০ জানুয়ারি:- হাওড়া স্টেশনের মতো অতি গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালিয়ে পুলিশের জালে ৯ বাংলাদেশী। গোলাবাড়ি থানার পুলিশের অভিযানে ধৃত মোট ১০। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন সংলগ্ন নিউ কমপ্লেক্সের গাড়ি পার্কিং স্ট্যান্ডে হানা দিয়ে দুটি গাড়ি আটক করে সেখান থেকে নয় বাংলাদেশী সহ মোট ১০ জনকে গ্রেফতার করলো গোলাবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, সোমবার রাতে পুলিশ হাওড়া স্টেশন এলাকার তিন নং পার্কিং স্টান্ডে নজরদারি চালায়।সেখানেই দুটি গাড়িতে ১০ জন বসেছিলেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় একজন বাদে বাকিরা সবাই বাংলাদেশের নাগরিক। কিন্তু তাদের কাছ থেকে ভিসা বা বৈধ কাগজপত্র চাইতে গেলে তারা তা দেখাতে পারেননি। এরপরেই পুলিশ তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা স্বীকার করেছে যে তাদের মধ্যে ৯ জন বাংলাদেশী নাগরিক এবং আরেক মূল অভিযুক্ত সুদীপ দাস ভারতীয় নাগরিক। এরাজ্যের বাসিন্দা সুদীপ দাস (২৭) সহ বাংলাদেশী মহঃ খুসরুল মোল্লা’কে (৩০) সাতদিনের পুলিশ হেফাজতের জন্য এবং বাকিদের জেল হেফাজতের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।

উদ্ধার হওয়া দুই নাবালককেও আদালতের মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্ত পেরিয়ে এরা দু’টি গাড়ি করে হাওড়া স্টেশনে এসেছিলেন। অনুমান, কোনও দালালচক্রের মাধ্যমেই কাগজপত্র ছাড়াই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ওই বাংলাদেশীরা এরাজ্যে ঢোকেন। কাজের জন্য ট্রেনে চেপে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল এদের। কিন্তু এদের কাছে কোনও কাগজপত্র না থাকায় গোলাবাড়ি থানার পুলিশ এদের গ্রেফতার করে। এদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে ও অন্যান্য বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে পুলিশ। জানা গেছে, এরা ব্যাঙ্গালোর যাচ্ছিল কাজের উদ্দেশ্যে। তবে এদের কাছে ভিসা বা পাসপোর্ট কোনও কিছুই ছিলনা বলে অভিযোগ। স্টেশনের বাইরে দুটি গাড়িতে তল্লাশি করে এদেরকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ। এদের মধ্যে একজন ভারতীয় ছিল। তিনিই এদের নিয়ে এসেছিলেন। উল্লেখ্য, কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে জঙ্গি সন্দেহে হাওড়ার দুই যুবকের গ্রেফতারির পর থেকেই নিরাপত্তা নিয়ে আরও সতর্কতা অবলম্বন করেছে পুলিশ প্রশাসন। হাওড়া স্টেশনের মতো অতি গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। সেরকমই তল্লাশিতে ধরা পড়েছে একসঙ্গে এতজন বাংলাদেশী।