কলকাতা, ৪ জানুয়ারি:- বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস চালুর পরই ট্রেনে একবার মালদাতে, পরেরবার নিউ জলপাইগুড়িতে পাথর ছোড়ার মত ঘটনা ঘটেছে। তা ছাড়া, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। কোচবিহার থেকে বীরভূম, মালদহ থেকে পূর্ব মেদিনীপুর, বিস্ফোরণে আহত এবং নিহতের খবর মিলেছে। বল ভেবে খেলতে গিয়ে এই বোমায় নিহত এবং আহত হয়েছেন একাধিক শিশু। পঞ্চায়েত ভোটের আগে জায়গায় জায়গায় এই বিস্ফোরক উদ্ধারের ঘটনা নিয়ে রাজ্যপালকে অভিযোগ জানাতে পারেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী, গেরুয়া শিবির সূত্রের খবর। পাশাপাশি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তোলপাড়় রাজ্য রাজনীতি।
রাজ্যে একাধিক দুর্নীতি একের পর এক হয়ে চলেছে, এই সম্পর্কে রাজ্যপালকে আরও অবগত করার জন্য বা এই ইসু গুলো নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে পারেন সুকান্ত-শুভেন্দু। প্রসঙ্গগত উল্লেখ্য – সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসা পর এই প্রথম বার রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা এক সঙ্গে এলেন রাজ্যপালের কাছে। গত বছরের নভেম্বরে রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন শুভেন্দু। শপথগ্রহণ অনুষ্ঠান শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্যের বিরোধী দলনেতাকে জায়গা দেওয়া হয়েছে তৃণমূল সাংসদদের পিছনে। পরে অবশ্য রাজ্যপালের সঙ্গে রাজভবনে একা দেখা করেন তিনি। তবে সেদিন রাজভবন থেকে বেরিয়ে জানান, তিনি কোনও অভিযোগ জানাতে আসেননি। ওই সাক্ষাৎ ছিল নেহাতই সৌজন্যমূলক। তবে এ বার অভিযোগের তালিকা নিয়ে রাজভবনে এলেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা।








