কলকাতা, ৪ জানুয়ারি:- আগামী সোমবার ৯ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ শুরু হচ্ছে।১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে সদ্যজাত শিশু থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের এই টিকা দেওয়া হবে। আগামী একমাস বাড়ি বাড়ি গিয়ে এই সংক্রান্ত প্রচারও চালানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। আশাকর্মী এবং একশদিনের কর্মীরা লিফলেট বিলি করে প্রচার চালাবেন। পাঁচ লক্ষ লিফলেট বিলি করার পাশাপাশি প্রতিটি স্কুলে সচেতনতা বৃদ্ধিতে ব্যানার লাগানো হবে। সরকারি বেসরকারি স্কুলের পাশাপাশি, চা বাগান, আদিবাসী এলাকা এবং ইটভাটায় টিকাকরণে বিশেষ জোর দেওয়া হয়েছে। সেখানে শিবির করে চলবে টিকাকরণ কর্মসূচি। কলকাতা শহরে সরকারি, পুর এবং বেসরকারি মিলিয়ে ২,৪৮৮টি স্কুলে টিকাকরণ হবে। তবে একাংশের বেসরকারি স্কুলের কাছ থেকে এখনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানা গিয়েছে।কলকাতায় প্রায় দু’শটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে তাদের প্রতিষ্ঠান এই টিকাকরণ শিবির করতে ইচ্ছুক নয়। শহরে সরকারি, পুরসভা স্কুল ও বেসরকারি মিলিয়ে প্রায় ২৫০০টি স্কুলে টিকাকরণ করাতে হবে।
ইতিমধ্যেই প্রতিটি স্কুলে চিঠি পাঠিয়ে মাইক্রো প্ল্যানিং শেষ করা হয়েছে। তিনটি মাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি সবকটি বেসরকারি স্কুলই পুরসভার সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগওইসব স্কুলকে আবার নতুন করে চিঠি পাঠিয়ে এই কর্মসূচিতে শামিল হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রাজ্যের টিকাকরণ কর্মসূচির দায়িত্বে থাকা এক স্বাস্থ্য কর্তা বলেন, করোনার কারণে গত দু’বছরে হামের টিকাকরণ ধাক্কা খেয়েছে। সে জন্যেই শিশুদের মধ্যে হামের সংক্রমণ আটকাতে এই বিশেষ টিকাকরণ অভিযান করা হচ্ছে। ২০০৯ সালে যেখানে বাংলার হাজার ছয়েক শিশু আক্রান্ত হতো ও তাদের মধ্যে শতাধিক শিশু মারা যেত হামে, সেখানে ২০১৭ সালে ৩৯১০ শিশু হামে আক্রান্ত হয়, মারা যায় ১৮ জন। ২০১৮ সালে আক্রান্তের সংখ্যা (৪৮৮৬) কিছুটা বাড়লেও মৃত্যুর সংখ্যা (৮) কমে যায়। কিন্তু করোনা-পরবর্তী সময়ে হামে আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে রাজ্যে। সে কারণেই হামের টিকাকরণ কর্মসূচি একশো শতাংশ সফল করতে চাইছে স্বাস্থ্যভবন। এ বারই প্রথম শিবির করে হাম ও রুবেলার প্রতিষেধক দেওয়া হচ্ছে। দেশের মধ্যে দিল্লি ও পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্যেই এই টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। রাজ্যে নভেম্বর মাসেই এই কর্মসূচি শুরুর কথা থাকলেও তা হয়নি। কলকাতা পুর-এলাকায় আড়াই হাজার স্কুলে চলবে টিকাকরণ কর্মসূচি। এ বিষয়ে প্রচারে পুরসভাকে এক লক্ষ লিফলেট দেওয়া হচ্ছে। পুর-কর্তৃপক্ষও আরও চার লক্ষ লিফলেট তৈরি করবেন।