হাওড়া, ৫ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে এগিয়ে এলেন সাংবাদিকরাও। রবিবার হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে ঘুসুড়ি কুলিলাইনে ৬৬টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি পরিবার পিছু ২ কেজি চাল, ২ কেজি আলু, মুড়ি, চিঁড়ে, মুড়কি, বাতাসা ও বিস্কুট দেওয়া হয়। এদিন ছিল প্রথম পর্যায়। এরপর আগামীদিনে আরও অনেক পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সদস্যরা।