এই মুহূর্তে জেলা

গঙ্গা ভাঙনে ক্ষতির মুখে বোটানিক্যাল গার্ডেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সই সংগ্রহ।

হাওড়া, ২ জানুয়ারি:- গঙ্গা ভাঙনে ক্ষতির মুখে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাতঃভ্রমণকারীদের সংগঠন সই সংগ্রহ করে সংশ্লিষ্ট সব দপ্তরে জমা দেবে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলার ফুসফুস। সোমবার দুপুর দুটো থেকে গঙ্গাবক্ষে অবস্থান করেন এলাকাবাসী। গঙ্গার ভাঙনে বোটানিক্যাল গার্ডেন নষ্ট হচ্ছে। ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সকল মানুষের সই সংগ্রহ করে কর্তৃপক্ষকে জমা দেবেন বলে জানা গেছে।

জানানো হবে মুখ্যমন্ত্রী সহ গঙ্গা অ্যাকশন প্ল্যান কমিটির সদস্যদের। এদিনের কর্মসূচিতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শুক্লা মালাকার, ডক্টর তরুণ সিংহ, পরমেশ ব্যানার্জি, শ্যামল নাগ, বিশিষ্ট ইঞ্জিনিয়ার এবং পরিবেশপ্রেমী উত্তম চ্যাটার্জি প্রমুখ।