এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রীর হাত দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ৮ ঘন্টায় পৌছোবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি।

হাওড়া, ২৫ ডিসেম্বর:- প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাত্রা করার কথা বন্দে ভারত এক্সপ্রেসের। মাত্র ৮ ঘন্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাতায়াত করা যাবে। এই ট্রেন যাত্রা শুরু করবে আগামী ৩০ তারিখে। ওইদিনই রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। এই ট্রেন উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বড়দিনেই এসে পৌঁছেছে বন্দে ভারত এক্সপ্রেস। রয়েছে স্টেশনের শর্টিং ইয়ার্ডে। সেখানেই আগামী কয়েকদিন চলবে রেকের রক্ষণাবেক্ষণ। এই সেমি হাইস্পিড ট্রেন নিয়ে উৎসাহ রয়েছে সকলের।

সূত্রের খবর, মাত্র ৮ ঘন্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাতায়াত করা যাবে। ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ১১০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে একটিমাত্র স্টপেজ থাকবে। ট্রেনটির পুরোটাই চেয়ার কার এবং শীততাপ নিয়ন্ত্রিত। ওয়াই-ফাইয়ের সুবিধা থাকবে এতে। এই বন্দে ভারত এক্সপ্রেস সেমি হাই-স্পিড ট্রেন হিসেবে চিহ্নিত।