এই মুহূর্তে জেলা

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস সিঙ্গুরে।

হুগলি, ২৪ ডিসেম্বর:- দূর্গাপুর জাতীয় সড়ক ধরে ধর্মতলা থেকে ভায়া মেমারী হয়ে কালনা যাবার পথে SBSTCর একটি সরকারী বাস দুর্ঘটনার কবলে সিঙ্গুরের রতনপুরে। ঘটনায় আহত ৩৫ জন যাত্রী। চিকিৎসার জন্য সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ২৫ জন যাত্রীকে। তাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, SBSTCর একটি বাস ধর্মতলা থেকে 2. 10 নাগাদ ছাড়ে কালনার উদ্দেশ্যে।

দুর্গাপুর জাতীয় সড়ক দিয়ে বাসটি তখন যাচ্ছিল, তখন বাসের সামনে থাকা একটি কন্ট্রেনার হঠাৎই তার গতি কমিয়ে দিয়ে ডানদিকে সরে আসে। ফলে SBSTCর বাসটি সেই গাড়িটির পিছনে গিয়ে সজোড়ে ধাক্কা মারে। তবে চালকের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। কারন বাসটি ব্রেক কষে গতি অনেকটাই নিয়ন্ত্রন করতে পেরেছিল। এই মুহূর্তে ঘটনাস্থলে আছে সিঙ্গুর থানার পুলিশ। যাত্রীদের হাসপাতালে পাঠাবার পাশাপাশি বিকল্প একটি বাস আনার তোড়জোড় করা হচ্ছে।