এই মুহূর্তে জেলা

দীর্ঘক্ষণ লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড না পেয়ে বিক্ষোভ, অবরোধ হাওড়া-আমতা রোডে।


হাওড়া, ২৪ ডিসেম্বর:- দীর্ঘক্ষণ লাইন দিয়েও অনেকে স্বাস্থ্যসাথী কার্ড না পেয়ে বিক্ষোভ ডোমজুড়ের বিডিও অফিসে। অবরোধ হাওড়া-আমতা রোডে। জানা গেছে, শনিবার সকালে দুয়ারে সরকার প্রকল্পের স্বাস্থ্যসাথী কার্ড দীর্ঘক্ষণ লাইন দিয়ে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। ডোমজুড় বিডিও অফিসের সামনে এই নিয়ে উত্তেজনা ছড়ায়। জানা যায়, সকাল ১০টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রচুর মানুষ।

অভিযোগ, মাত্র ২০ থেকে ২৫ জনকে কার্ড দিয়ে বন্ধ হয়ে যায় স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়ার প্রক্রিয়া। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্বাস্থ্যসাথী কার্ড নিতে আসা লাইনে থাকা মানুষজন। তারা প্রথমে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং পরে হাওড়া আমতা রোড বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখেন। ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। বিডিও ডোমজুড় সহ পুলিশ প্রশাসনের আশ্বাসে এদিন অবরোধ ওঠে।