এই মুহূর্তে কলকাতা

আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ ১০ই ফেব্রুয়ারি।

কলকাতা, ২১ ডিসেম্বর:- আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ হবে ১০ ফেব্রুয়ারী। সংসদের শীতকালীন অধিবেশন এখনও শেষ হয়নি। তার আগেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার মন্ত্রিসভার বৈঠকে বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে খবর, সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ হবে ১০ ফেব্রুয়ারি। বাজেট অধিবেশন শুরু হবে ৬ ফেব্রুয়ারি। ওইদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের আনুষ্ঠানিক অভিভাষণের মধ্য দিয়ে। ১০ তারিখ সকালে মন্ত্রিসভার বৈঠক হবে। সেই মন্ত্রিসভায় বাজেট অনুমোদন করা হবে।

তারপর বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য‌।জানুয়ারির শেষ সপ্তাহে সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা। পরের মাসে রাজ্যের বাজেট অধিবেশন শুরু হবে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাজেট অধিবেশনের জন্য প্রত্যেক মন্ত্রী যেন নিজেদের দফতরের কাজকর্ম সম্পর্কে অবগত থাকেন। অধিবেশনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে পরিষদয়ীয় দফতর। এছাড়াও বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সব সদস্যকে নির্দেশ দিয়েছেন, ২৫ ডিসেম্বর বড়দিনে যে যাঁর এলাকায় থাকবেন। এলাকার চার্চে যাবেন। এছাড়াও বৈঠকের পর মন্ত্রিসভার সদস্যদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস নিজের নিজের এলাকা থেকে পালন করবে। সবাইকে তিনি নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।‌