এই মুহূর্তে জেলা

প্রাচীন ও ঐতিহ্যপুর্ন ভগ্নপ্রায় শিবমন্দিরের সংস্কারের আশ্বাস প্রাক্তন বিধায়কের।

গোঘাট, ৮ অক্টোবর:- হুগলি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যপুর্ন মন্দির হলো কামারপুকুর দশঘড়া গ্রামের শিব মন্দির। এই শিব মন্দিরটি দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিলো। গোঘাটের ধর্মপ্রাণ মানুষ চাই ছিলেন যে কোনও উপায়ে মন্দির সংস্কার করা হোক। এই চিন্তা ভাবনার মধ্য দিয়েই গোঘাটের জন দরদি প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে এলাকার মানুষ শিব মন্দির সংস্কারের বিষয়ে জানান। এই শিব মন্দির সংস্কারের কথা জানতে পেরেই বিধায়ক মানস মজুমদার তাদের আশ্বাস দেন মন্দির সংস্কারের বিষয়ে। এলাকার মানুষের ধর্মীয় ভাবাবেগকে মর্যাদা দিয়ে তৎকালীন সময়ে বিধায়কে তহবিল থেকে চার লক্ষ টাকা বরাদ্দ করেন। সেই টাকা দিয়ে নতুন করে কামারপুকুরের দশঘরা এলাকার শিব মন্দির সংস্কার হয়।এদিন নবরুপে সাজিত এই শিব মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। এই বিষয়ে তিনি জানান, গোঘাটের প্রাচীন ও ঐতিহ্যপুর্ন মন্দির হলো দশঘড়ার এই শিব মন্দির। এটি নতুন করে সংস্কার করতে পেরে ভালো লাগছে। এলাকার মানুষের দাবীকে প্রধান্য দিয়ে এই শিব মন্দির সংস্কার করা হয়। সবমিলিয়ে এই প্রাচীন শিব মন্দির সংস্কার হওয়ায় খুশি এলাকার মানুষ।