এই মুহূর্তে কলকাতা

বাইরে থেকে বই এনেও এবার থেকে পড়া যাবে সরকারি গ্রন্থাগারে।

কলকাতা, ১৬ ডিসেম্বর:- এবার বাইরে থেকে বই এনেও পড়া যাবে সরকারি গ্রন্থাগারে। ছাত্রছাত্রীদের এই সুযোগ দিতে রাজ্যের সব গ্রন্থাগারে তৈরি হচ্ছে ‘‌রিড ইয়োর ওন বুক কর্নার’‌। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বহু ছাত্রছাত্রী বাড়িতে নিজের পড়াশোনা করার মত কোনও জায়গা নেই। শহরাঞ্চলের বস্তির পরিবারগুলিতে একটি করেই ঘর থাকে। গ্রামাঞ্চলের হতদরিদ্র পরিবারগুলিরও এক অবস্থা। এসব পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয়, তাই এই উদ্যোগ নিয়েছে দপ্তর।

স্টেট লাইব্রেরি, কলকাতা মেট্রোপলিটন লাইব্রেরি, ডিস্ট্রিক্ট লাইব্রেরিগুলিতে ‘‌রিড ইওর ওন বুক কর্নার’‌ প্রাথমিক ভাবে চালু করা হয়েছে। এই কর্নারে বসে ছেলে মেয়েরা তাদের স্কুল কলেজের পড়াশোনা করতে পারবে। গ্রন্থাগারের নিয়ম বাইরে থেকে কোনও বই আনা যায় না। পড়তে গেলে গ্রন্থাগার থেকেই বই নিয়ে পড়তে হয়। এই নিয়মে বদল আনা হল। এতে আরও একটি সুবিধা হবে বলে মনে করছেন গ্রন্থাগারিকরা। সোশ্যাল মিডিয়ার ধাক্কায় এখন মোবাইলেই সবাই বই পড়ে। গ্রন্থাগারে গিয়ে বই পড়ার অভ্যাসটাই চলে গেছে। গ্রন্থাগারে বসে নিজেদের পাঠ্য বই পড়ার সুযোগ পেলে, অন্যান্য বই পড়ার ঝোঁকও।