উঃ২৪পরগনা, ২৬ নভেম্বর:- বন্ধের মুখে সরকারি প্রাইমারি স্কুল। আতঙ্কের ছাপ নৈহাটি বিধানসভার ৬ নম্বর বিজয়নগরের মহারাজা নন্দকুমার প্রাইমারি স্কুলে। বিগত তিন বছর ধরে চাঙর ভাঙতে ভাঙতে আজ বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে স্কুলের ক্লাস ঘরগুলি। বাধ্য হয়ে স্কুলের বিভিন্ন ঘর গুলি বন্ধ করে দিয়েছে শিক্ষক শিক্ষিকারা। জানা গিয়েছে, প্রশাসনিক শীর্ষকর্তাদের বিষয়টি দিনের পর দিন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি।
মহারাজা নন্দকুমার স্কুলে ৯৫ জন পড়ুয়া ও পাঁচজন শিক্ষক- শিক্ষিকা রয়েছেন। স্কুল ঘরের চামর ভেঙ্গে পড়ায় আতঙ্কিত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরাও। যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষিকারা। তাদের দাবি, চাঙড় ভেঙ্গে এর আগেও ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। পড়ুয়াদের কথা মাথায় রেখে আপাতত ভগ্ন প্রায় ঘরগুলিতে পঠন-পাঠন বন্ধ করেছেন স্কুল কর্তৃপক্ষ।