কলকাতা, ১৯ নভেম্বর:- সব ঠিক থাকলে ডিসেম্বর মাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকবার মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, পাঁচ ডিসেম্বর মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে রাজ্যের বকেয়া টাকা সংক্রান্ত বিষয়ে। আগামী পাঁচ ডিসেম্বর দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীকেও সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে পাঁচ ডিসেম্বর এই বৈঠক হবে। নবান্ন সূত্রের খবর, এই বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী আলাদাভাবে বৈঠক করতে পারেন।
এই বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যের তরফে কেন্দ্রকেও চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই, কেন্দ্র প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় মোট ৫,৫০০ কোটি টাকার মধ্যে প্রথম ধাপের ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রকল্পের আওতায় প্রথম ধাপে ৮৫৭ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। যদিও, রাজ্যের এখনও সেই প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে ৪,৯১৬ কোটি টাকা পাওনা রয়েছে। সূত্রের খবর, মোদী এবং মমতার বৈঠকে এই নিয়ে আলোচনা হতে পারে।