হুগলি, ১৯ নভেম্বর:- এবার কলেজের ক্লাস বন্ধ করে ক্যাম্পাসের ভিতরে দুয়ারে সরকার ক্যাম্প চালানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজে। শনিবার বহু ছাত্র-ছাত্রী কলেজে ক্লাস করতে এসে দেখেন যে ক্যাম্পাসের ভিতরেই রমরমিয়ে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। অভিযোগ অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে দিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য শনিবার কলেজের পঠন-পাঠন বন্ধ থাকবে। এদিকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর পক্ষ থেকে কলেজে এবং কোন্নগর শহরের বিভিন্ন জায়গায় পোস্টার মারা হয়।
পাশাপাশি কোন্নগর স্টেশন রোড এলাকায় অবিলম্বে গঠন-পাঠন চালু করার দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই- এর সদস্যরা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ শুক্রবারও তারা এই নোটিশ সম্পর্কে কিছু জানতেন না। কিন্তু শনিবার কলেজে ক্লাস করতে এসে এই নোটিশ দেখে তারা বাড়ি ফিরে যেতে বাধ্য হন। ছাত্র-ছাত্রীরা তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের ক্ষোভ উগরে দেন। এই বিষয়ে এসএফআই- এর হুগলি জেলা কমিটির অর্ণব দাস জানান সরকার প্যান্ডেল করে একটা কেন এক লক্ষটা দুয়ারে সরকার ক্যাম্প করুক তাতে তাদের আপত্তি নেই। কিন্তু শাসক দল চাইছে পঠন-পাঠন বন্ধ রেখে
কলেজে দুয়ারে সরকার ক্যাম্প চালাতে। আজকে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পোস্টার মেরেছেন ও বিক্ষোভ দেখিয়েছেন। আগামী দিনের শিক্ষাক্ষেত্রে এই অরাজকতার বিরুদ্ধে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। অন্যদিকে কলেজ পরিচালন সমিতির সভাপতি অপূর্ব মজুমদার জানান শনিবার যেহেতু কলেজে ক্লাস কম থাকে তাই দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছে। কিন্তু যারা এর বিরোধিতা করছে সেই সিপিএমই আবার দুয়ারে সরকার ক্যাম্পের লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি নিচ্ছে।