হাওড়া, ১৪ নভেম্বর:- ভারতীয় জনতা পার্টির মধ্য হাওড়া মন্ডল-২ এবং শিবপুর মন্ডল-২ এর উদ্যোগে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরি’র কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সোমবার ব্যাঁটরা থানায় এফআইআর করা হলো।
যতক্ষণ না মন্ত্রীকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে বলে এদিন বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দেয়। এদিন দলের তরফে উপস্থিত ছিলেন বিজেপির সম্পাদক অজয় মান্না, মধ্য হাওড়া মন্ডল -২ এর সভাপতি তুহিন মান্না, ও শিবপুর ২ নম্বর মন্ডলের সভাপতি সৌমেন হাজরা এবং অন্যান্য কার্যকর্তারা।