সুদীপ দাস, ৭ নভেম্বর:- ব্যান্ডেল থেকে পুরীতে যাওয়ার পথে উড়িষ্যার বালেশ্বরের কাছে দুর্ঘটনা। মৃত তিন। মৃতরা সকলেই চুঁচুড়া থানা এলাকা বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ব্যান্ডেল বালিকাটা থেকে দুই শিশু সহ আটজন গতকাল রাতে রওনা দেয় পুরীর উদ্যেশ্যে। উড়িষ্যার বালেশ্বরে আজ ভোরে দূর্ঘটনার কবলে পরে পর্যটকদের স্করপিও গাড়িটি। একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচরে যায় গাড়িটি। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।
আহত হয় বাকিরাও।তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। মৃতেরা হলেন শঙ্কর রাও (৫০),পার্বতী দাস (৪৮) ও গাড়ি চালক ইব্রাহিম গাজি (২৭)। চালকের বাড়ি চুঁচুড়ার সোনাটুলি এলাকায়। ঘটনার খবর পাওয়ার পর ব্যান্ডেল থেকে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেন মৃতদের পরিবার।