এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে দার্জিলিং ও কালিম্পং এর আসন বিন্যাসের খসড়া প্রকাশ করতে চলেছে কমিশন।

কলকাতা, ৭ নভেম্বর:- পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন এবার দার্জিলিং এবং কালিম্পং জেলার আসন বিন্যাস এবং সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে। আগামী বুধবার ৯ নভেম্বর ওই তালিকা প্রস্তুত করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য কমিশন ইতিমধ্যেই ২০ জেলার খসড়া তালিকা প্রকাশ করেছে।এবর্বদার্জিলিং এবং কালিম্পং এর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির খসড়া তালিকা প্রকাশ করা হবে। এর আগে ২০ জেলার পঞ্চায়েতের নতুন আসন বিন্যাস সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। সেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরে আসন সংখ্যা বাড়ার ইঙ্গিত মিলেছে।

রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী জেলা পরিষদে মোট আসন বাড়ছে ১০৩ টি। জেলা পরিষদে আসনের সংখ্যা ৮২৫ থেকে বেড়ে হয়েছে ৯২৮। পঞ্চায়েত সমিতি স্তরে আসন বাড়ছে ২৮১ টি। সেখানে মোট আসনের সংখ্যা ৯২১৭ থেকে বেড়ে হয়েছে ৯৪৯৮। খসড়া তালিকায় গ্রাম পঞ্চায়েত স্তরেও প্রভূত সংখ্যক আসন বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। ২০১৮ সালের তুলনায় গ্রাম পঞ্চায়েতে আসন বাড়ছে মোট ১৩ হাজার ৭১২টি। নভেম্বর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি,সহ-সভাধিপতি পদে সংরক্ষণের কাজ শুরু হবে। যা গোটা ডিসেম্বর মাস ধরে চলবে বলে কমিশন সূত্রে জানা গেছে।