এই মুহূর্তে জেলা

হাওড়ায় জেলা প্রশাসনের ডাকা সর্বদলীয় বৈঠক ব্যর্থ দাবি বিরোধীদের।


হাওড়া, ৭ নভেম্বর:- ডিলিমিটেশন ও ভোটার তালিকা সংশোধন নিয়ে জেলাশাসকের দফতরে জেলাশাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক হলেও সেই বৈঠক ব্যর্থ বলে মন্তব্য বিজেপি, বাম সহ বিরোধীদের। সোমবার ওই বৈঠকে আলোচনা হয় হাওড়া ও বালির পুরসভা ভোট নিয়েও। প্রসঙ্গত ২০১৮ সালে মে মাসে তৃণমূল পরিচালিত হাওড়া পুরবোর্ড মেয়াদ উত্তীর্ণ করে। এবং এরপরই একদিকে যেমন রাজ্য ও প্রাক্তন রাজ্যপালের হাওড়া থেকে বালিকে বিচ্ছিন্ন করার পৌর বিলে সই করা সংক্রান্ত বিবাদের জের শুরু হয়। পাশাপাশি কোভিড পরিস্থিতির জন্য কিছুটা বিলম্ব হয় পুর নির্বাচন করতে। কার্যত বালিকে আলাদা রেখেই গত সেপ্টেম্বর মাসেই হাওড়া পৌর সভার ৫০টি ওয়ার্ডের পুনর্ববিন্যাস করে ৬৬টি ওয়ার্ড বাড়ানোর খসড়া ইতিমধ্যেই দেওয়া হয়। এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে মতানৈক্যও তৈরি হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই সমস্যা মেটাতেই এদিন সর্বদল বৈঠক হয় জেলাশাসকের দপ্তরে। এদিন হাওড়ায় প্রশাসনের তরফে ডাকা সর্বদলীয় বৈঠক তৃণমূলের তরফ থেকে সফল বলে দাবি করা হলেও বিরোধীরা এই বৈঠককে সফল বলে মানতে রাজি নয়। এদিন প্রথম বৈঠকে ভোটার তালিকা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। বিরোধীরা এই নিয়ে প্রতিবাদ জানান জেলাশাসকের কাছে। এরপর দ্বিতীয় বৈঠকে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হলেও সেখানেও সর্বদলীয় বৈঠকে মতানৈক্য দেখা দিলো। বিরোধীরা এই সর্বদলীয় বৈঠককে অসফল বলে দাবি করেছে। যদিও তৃণমূলের তরফ থেকে বৈঠক সফল বলে দাবি করা হয়েছে। এদিন ভোটার তালিকা নিয়ে প্রথম বৈঠক এবং ৫০টি ওয়ার্ড ৬৬টা ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মতপার্থক্য রয়েই গেল।