কলকাতা, ৫ নভেম্বর:- সময় হলেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কখনো বলেননি ডিএ দেওয়া হবে না। ডিএ মামলায় একদিকে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তখন এই কথা বলেছেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভনদেব বলেন, ‘ডিএ দেবেন না এ কথা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলেননি। নিশ্চয়ই ডিএ দেওয়া হবে। সময় হলেই ডিএ দেওয়া হবে।’
তবে সরকারের আর্থিক বিভিন্ন প্রকল্প চালু রাখার জন্য টাকার সংস্থান করতে সমস্যা হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো নিয়েছেন, ও তার মাধ্যমে মানুষকে আর্থিকভাবে সাহায্য করছেন, সেই কারণে কোথাও হয়তো একটু অসুবিধা হচ্ছে।’ প্রসঙ্গত, ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। শুক্রবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে এ কথা জানিয়েছে রাজ্য সরকার।