হাওড়া, ৩ নভেম্বর:- দশমীর সন্ধ্যায় বেলুড় মঠের জগদ্ধাত্রী দেবীর নিরঞ্জন হলো। বেলুড় মঠের রীতি মেনে সকালে দশমীর পূজার পর হয় দর্পণ বিসর্জন। এরপর সন্ধ্যায় দেবীর মূর্তিকে শ্রীশ্রীমা সারদা মায়ের মন্দিরের সামনে রেখে বরণ করা হয়।
কনকাঞ্জলী অনুষ্ঠান হয়। মহিলারা সিঁদুর খেলেন। এরপরেই বেলুড় মঠের রামকৃষ্ণদেবের মন্দিরে সন্ধ্যারতি শেষ হলে সন্ন্যাসী ভক্তরা মাকে বহন করে নিয়ে শ্রীশ্রীমায়ের ঘাটে দেবীর নিরঞ্জন করা হয়। দু’বছর করোনা কাল শেষে বেলুড় মঠের সারদাপীঠে মহাসমারহে শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজার সমাপন হল।