এই মুহূর্তে কলকাতা

দুয়ারে সরকার কর্মসূচি মানুষের কাছে পৌঁছাতে উদ্যোগী নবান্ন।


কলকাতা, ৩১ অক্টোবর:- মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে রাজ্যে দুয়ারে সরকার কর্সসূচি। প্রত্যেকটি মানুুষের কাছে এই কর্সসূচির সুযোগ পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে নবান্ন। এজন্য রাজ্যের প্রতিটি ব্লকে একাধিক শিবিরের আযোজন করা হচ্ছে। প্রত্যন্ত এলাকার বাসিন্দারা যাতে দুয়ারে সরকার কর্সসূচির সুযোগ পূর্ণ মাত্রায় পায় সেদিকেও সতর্ক নজর রখা হচ্ছে। ওইসব জেলার বাসিন্দাদের কথা ভেবে প্রতিটি জেলায় অন্তত ২০ শতাংশ ভ্রাম্যমান শিবিরেরে আয়োজন করতে বলা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই দফার শেষ দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। তাই গ্রামীণ এলাকার বাসিন্দাদের কথা ভেবে বেশ কিছু নতুন পরিষেবা এবার শিবিরের কর্সসূচিতে যুক্ত করা হচ্ছে। দুয়ারে সরকার শিবির থেকে এবার ২৫ ধরণের কৃষি ও কৃষি সংক্রান্ত প্রকল্প ও পরিষেবার সুযোগ মিলবে বলে জানানো হয়েছে।পাশাপাশি মৎস্যজীবিদের বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করারও সুযোগ থাকবে।মোট ১৫ লক্ষ মত্স্যজীবীকে বিমা প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষমাত্রা নেওয়া হয়েছে।

এবারই প্রথম দুয়ারে সরকার শিবিরে জমির পাট্টার জন্য আবেদন জানানোর সুযোগ থাকছে। এছাড়া স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভান্ডারের মতো চালু পরিষেবাগুলিও থাকছে। মোট ২৭ ধরণের প্রকল্পের সুযোগ মিলবে। বকেয়া বিদ্যুৎ বিল মুকুব সংক্রান্ত আবেদন নিস্পত্তি নিয়ে রাজ্য সরকার এসওপি তৈরি করছে। দুয়ারে সরকার শুরুর আগেই তা পাঠিয়ে দেওয়া হবে। এবারেই প্রথম বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল মুকুব সংক্রান্ত বিষয়টি নিয়ে দুয়ারে সরকারে আবেদন জানানোর সুযোগ থাকছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জাতিগত শংসাপত্রর আবেদন জানানোর সুযোগ থাকছে দুয়ারে সরকারে। এবার দুয়ারে সরকারে প্রতিটি সরকারি পরিষেবা প্রকল্পগুলির আবেদনের সঙ্গে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বাধ্যতামূলকভাবে নেওয়া হবে। যাদের আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আবেদন জমা নেওয়ার সময় সেগুলি আলাদাভাবে চিহ্নিত করতে হবে। আবেদনকারীর আধার কাড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে তা গ্রহণ করতে হবে। এব্যাপারে ইতিমধ্যেই রাজ্য সরকার আধার সেবা কেন্দ্র এবং তাদের সহায়ক সংস্থা ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে কথা বলে রেখেছে।