সুদীপ দাস, ৩০ অক্টোবর:- সামান্য কাগজেই প্রায় ১০ফুট উচ্চতার জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে নিজের ঘরে নিজেই পুজোর জোগারজান্তি সারছে বছর ১৫-র ঋতম মন্ডল। ঋতম চন্দননগর ঋষি অরবিন্দ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এবছর ঋতমের পুজো ৮ম বর্ষে পদার্পণ করল। চুঁচুড়ার টালিখোলা বঙ্কিমভবনের ছাত্রা ঋতম ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী। পড়াশুনার পাশাপাশি, নাচ ও ছবি আঁকায় জুড়ি মেলা ভার। বিদ্যালয়ে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় মাটির প্রতিমা তৈরি হতে দেখেছে সে। সেই থেকেই প্রতিমা তৈরির অগ্রহ জন্মায়। তবে ঘড়ের ভিতর তো আর মাটি দিয়ে প্রতিমা তৈরি সম্ভব নয়। তাই ৮বছর আগে ছোট্ট ঋতমের হাতে কাগজের ছোট্ট জগদ্ধাত্রীর সৃষ্টি। সেই শুরু। এরপর প্রতি বছর নিজের বয়সের সাথে সাথে প্রতিমার উচ্চতাও বেড়েছে।
এবছর ঋতমের বাড়ির জগদ্ধাত্রী পুজো ৮ম বর্ষে পদাপর্ণ করল। ৮ম বর্ষে ১০ফুটের জগদ্ধাত্রী ঋতমের হাতেই পুজিত হবেন। সম্পূর্ণ কাগজ দ্বারা তৈরি এই প্রতিমা। সেই কাগজের প্রতিমাই বেনারসি পরিহিতা। মায়ের সাজসজ্জা সবই কাগজের তৈরি। মায়ের মুখ, বাহন সিংহের মুখ সবই কাগজের উপর নিজে হাতে এঁকেছে ঋতম। সমগ্র পতিমা তৈরি করতে দিন কুড়ি সময় লাগলেও পুজো জন্য প্রত্যেক বছরের শুরুতেই কিন্তু প্রস্তুতি শুরু করে দেয় ঋতম। ঋতমের বাবা পেশায় স্কুল শিক্ষক পিন্টু মন্ডল বলেন ছেলে ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী। তবে নিজের ছেলের হাতে তৈরি জগদ্ধাত্রী মা নিজের বাড়িতেই পুজিতে হওয়ার একটা আলাদা অনুভুতি রয়েছে।