এই মুহূর্তে কলকাতা

সপ্তাহে তিন দিন সুসজ্জিত ডাবল ডেকার বাসে ঘোরানো হবে কলকাতার দ্রষ্টব্য স্থান।

কলকাতা, ২৮ অক্টোবর:- দুর্গাপুজোয় ভ্রমনার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় রাজ্য পর্যটন উন্নয়ন নিগম প্রতি সপ্তাহ শেষেই ছাদ খোলা দোতলা বাসে শহর ঘুরে দেখার কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী কাল থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে বলে নিগম সূত্রে জানা গেছে। প্রতি সপ্তাহে শুক্র,শনি ও রবিবার দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সুসজ্জিত ডবল ডেকার বাসে চেপে কলকাতার নানা দ্রষ্টব্য স্থান ঘুরিয়ে দেখানো হবে।

‘কলকাতা কানেক্ট’ নামে এই ডবল ডেকার বাসে ভ্রমণার্থীরা সেন্ট জন্স চার্চ, ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট ভিক্টোরিয়া মেমোরিয়ালের মত দর্শনীয় স্থান গুলি ঘুরে দেখতে পারবেন। ট্যুরের বুকিং করা যাবে অনলাইনে। আপার ডেকের টিকিটের মাথা পিছু দাম ৬৪৯ টাকা। লোয়ার ডেকের খরচ মাথা পিছু ৪৯৯ টাকা। www.wbtdcl.com থেকে অনলাইনে টিকিট মিলবে।