হাওড়া, ২৬ অক্টোবর:- বাড়িতে সিলিন্ডার ফেটে গুরুতর জখম হয়েছেন শিশু, মহিলা সহ মোট ১১ জন। হাওড়ার শ্যামপুরের বাছরি এলাকার ঘটনা। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটে। ভাইফোঁটা উপলক্ষে বাড়িতে আত্মীয়স্বজন এসেছিলেন। ডেলিভারি বয় এসে গ্যাসের সংযোগ দিয়ে যান। তখন থেকেই গ্যাস লিক করে বলে অভিযোগ।
তবে বাড়িতে কাঠের জালে রান্নাবান্না হচ্ছিল। কোনওভাবে আগুনের ফুলকি থেকে আগুন ধরে যায়। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। গ্যাস লাগাতে গিয়ে তা লিক করে এই ঘটনা ঘটে।