এই মুহূর্তে জেলা

প্লাস্টিক ক্যারিব্যাগ রুখতে অভিযানে নামলো বৈদ্যবাটি পৌরসভা।

হুগলি, ১৯ অক্টোবর:- বৈদ্যবাটি পৌরসভা, শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ অভিযানে নামলো। ৭৫ মাইক্রোন নিচে ক্যারিব্যাগ প্লাস্টিকের ব্যবহার নিয়ে অভিযান চালানো হয় শেওড়াফুলি পাইকারি বাজার সহ বিভিন্ন দোকানে। পাঁচজন ব্যবহারকারীসহ দুজন হোলসেল প্লাস্টিক বিক্রেতার কাছ থেকে ৩২ কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করে পৌরসভা৷ তাদের থেকে ১২৫০ টাকা জরিমান করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। আজ সকালে অভিযানে নেমে ক্রেতা ও বিক্রেতার সাথে এ নিয়ে বচসাও বাধে। শ্রীরামপুরে এক ক্রেতা প্রদীপ পাল বলেন আমি ফল নিয়েছি প্লাস্টিক ব্যাগে।

জরিমানাও দিয়েছি। কিন্তু তিনি প্রশ্ন তোলেন এই ধরনের প্লাস্টিক তৈরীর কারখানা সরকার বন্ধ করছে না কেন। এক হোলসেলারকে ৫০০ টাকা জরিমান করা হয়। তিনি জানান কোম্পানির প্যাকেটের গায়ে লেখা আছে ৭৫ মাইক্রোন প্লাস্টিক। কিন্তু পৌরসভার কর্মীর এসে বলছেন এটা ৭৫ মাইক্রোন প্লাকস্টিক নয়। আমরা কি করবো। বৈদ্যবাটী পৌরসভার সাফাই বিভাগের কর্তা নেতৃত্বে অভিযান চালানো হয়৷ আদেও কি অভিযান চালিয়ে প্লাস্টিক বন্ধ করতে পারবে পৌরসভা প্রশ্ন তুলছেন সাধারন মানুষ।