হাওড়া, ১৮ অক্টোবর:- কোথায় কি সমস্যা বা অভিযোগ আসছে সেগুলো সমাধান করাই সংখ্যালঘু কমিশনের কাজ। তবে, সবার আগে লিখিত অভিযোগ করতে হবে। সমস্যা সমাধানের অনেক দিক আছে। সবই ধীরে ধীরে সমাধান হবে। মঙ্গলবার হাওড়ার নিউ কালেক্টরেট ভবনে জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে এক প্রশাসনিক বৈঠকে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন সংখ্যালঘু দফতরের চেয়ারপার্সন মমতাজ সঙ্ঘমিতা। তিনি জানান, হাওড়ায় তাঁদের দু’দিনের কর্মসূচি। প্রথম দিন রয়েছে প্রশাসনিক মিটিং। তার আগে আলোচনা প্রশ্নোত্তর পর্ব হয়েছে। বুধবার স্পট ভিসিট করে কি কি কি সমস্যা হচ্ছে তা দেখা হবে এবং তাঁদের সফলতাও দেখা হবে। মোটামুটিভাবে হাওড়ার অবস্থা ভাল। এখানে মাইনরিটি দপ্তর ভাল কাজ করছে। তিনি বলেন, “বছরে দু’বার করে মিটিং হয়।
কিন্তু কোভিড ও ভোটের জন্য প্রায় আড়াই বছর মিটিং হয়নি।এবার ফের তা শুরু করেছি। রাজ্যে ২৩টা জেলা আর বছরে ১২টা মাস। তাই সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠেনা। তবে যদি কেউ অ্যাওয়ারনেস ক্যাম্প করেন তাহলে আমি আসতে পারি। যদিও সবাইকেই একবার করে চান্স দিতে হবে। হাওড়ার অনেক সমস্যা, সেগুলো আমরা দেখবো। তবে সমস্যাগুলো লিখিতভাবে জানাতে হবে। আমরা বুধবার স্কুল পরিদর্শনে যাব। তাদের ভালো দিক ও মন্দ দিক দুটোই দেখবো। যেখানে বেশি দরকার, অনেক সমস্যা সেখানেই মিটিং করা হবে। তাঁদের কমিশনের কাজই হলো কোথায় কি সমস্যা বা কোথায় অভিযোগ আসছে সেগুলো সমাধান করা।” চালু স্কুলে বিয়ে বাড়ির মতো অনুষ্ঠানের আয়োজন করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টির ব্যাপারে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসে একটা লিখিত অভিযোগপত্র দিতে হবে। এটা হওয়া বাঞ্ছনীয় নয়।