সুদীপ দাস, ১৬ অক্টোবর:- মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন চুঁচুড়া আরোগ্যর। সহযোগীতায় চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এই সমিতির অন্যতম সদস্য তথা চুঁচুড়া আরোগ্য পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্তর ঐকান্তিক প্রচেষ্টাতেই মূলত 48 ঘণ্টার মধ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হয়েছে। এদিন ইন্দ্রজিৎ বাবু বলেন শুক্রবার সন্ধ্যায় চুঁচুড়া হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কে ফোন করে জানায় হাসপাতালে ব্লাড ব্যাংক এই রক্ত সংকটের কথা। এরপরই নড়েচড়ে বসেন ইন্দ্রজিৎ বাবু। সম্প্রতি মিটে যাওয়া দুর্গাপুজার মন্ডপ তোলার কাজ চলছিল।
তড়িঘড়ি ইন্দ্রজিৎ বাবু সেই মন্ডপ খোলার কাজ বন্ধ করে দেন। আর রবিবার বিকেলে সেই মন্ডপ প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করে ফেলেন তিনি। হাসপাতালের আবেদন ছিল অন্তত 60 থেকে 70 জন যেন মানুষ রক্ত দান করেন। কিন্তু ইন্দ্রজিৎ বাবুর ডাকে সাড়া দিয়ে এদিন রক্তদান করতে হাজির হয়ে যান দ্বিগুণ মানুষ। এরপর ইন্দ্রজীত বাবুই আবেদন করেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষ ব্লাড ব্যাংক থেকে আরো একটি রক্ত সংগ্রহের টিমকে পাঠিয়ে দেন। যাতে এদিন স্বেচ্ছায় রক্তদান করতে আসা সকলের ইচ্ছাই রাখা যায়। বিসর্জনের সাথে সাথে পুজোর সমাপ্তি ঘটলেও এদিন মায়ের ভাঙা মণ্ডপে রক্ত দান করে দুর্গোত্সবের এক অনবদ্য পরিসমাপ্তি ঘটালো চুঁচুড়া আরোগ্য ও চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন।