এই মুহূর্তে কলকাতা

চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যেই উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে এসএসসি-সূত্র।


কলকাতা, ১২ অক্টোবর:- চাকরিপ্রার্থীদের আন্দোলনের মধ্যেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ১৪ নভেম্বর নিয়োগ সংক্রান্ত নোটিস আপলোড করা হবে। এই নোটিশ দেওয়ার সাত দিন পর থেকে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হবে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে। কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রার্থীদের মধ্যে ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ে ডাকা হবে। কিন্তু বঞ্চিত প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তাই বাকিদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

নিয়য ভেঙে বেআইনিভাবে যাঁদের নিয়োগ করা হয়েছে,তাঁদের চিহ্নিত করে চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অনুযায়ী, ইতিমধ্যেই ২০ জনের চাকরি বাতিল করা হয়েছে। আদালতে হলফনামা দিয়ে সেকথা জানিয়েও দিয়েছে এসএসসি। নবম- দশমে এ ধরনের মোট ১৮৩ জনের নিয়ম-বহির্ভূত নিয়োগের তথ্য পেয়েছে এসএসসি। যদিও সিবিআই-এর হিসেবে সেই সংখ্যাটা অনেক বেশি। আদালত নির্দেশ দেওয়ার পর এতদিন কেটে গেলেও, তাঁদের মধ্যে কেউ অবশ্য এখনও পর্যন্ত স্বেচ্ছায় পদত্যাগ করেননি।