এই মুহূর্তে জেলা

সাবেকি পুজো বাঁচাতে সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের অভিনব থিম “সাবেকিয়ানা বেঁচে থাকুক”।

হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- সাবেকি পুজো বাঁচিয়ে রাখতে হাওড়ার সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের এবার অভিনব থিম “সাবেকিয়ানা বেঁচে থাকুক”। সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের (দক্ষিণরোয়তলা দুর্গাপুজা সমিতি) এবারের পুজো সাবেকি। ৪৩তম বর্ষের পুজো আজও সাবেকিয়ানাকেই বাঁচিয়ে রেখেছে। তাই এদের এবারের ভাবনা “সাবেকিয়ানা বেঁচে থাকুক”। পুজো উদ্যোক্তারা জানান, থিম পুজোর ইঁদুর দৌড়ে তাঁরা বিশ্বাসী নন। কারণ মনে হয় মা দুর্গাকে ভক্তি ও শ্রদ্ধা দিয়ে আরাধনা করাটাই শারদোৎসবের প্রধান বৈশিষ্ট্য। থিম পুজোর জন্যে যে অর্থের প্রযোজন হয় সেই অর্থ খরচের সামর্থ্য থাকলেও তাঁরা সেই অর্থ দিয়ে সামাজিক উন্নয়নের প্রচেষ্টা করেন।

তাঁরা বিগত দশ বছরেরও বেশি সময় ধরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, বিনা খরচে চিকিৎসা, রক্তদান শিবির, বর্তমানে কোভিড পরীক্ষা কেন্দ্র, বুস্টার ডোজ ক্যাম্পের আয়োজন করেছেন। এছাড়াও বিগত কুড়ি বছরের বেশি সময় ধরে বৃক্ষরোপন এবং শিশু উদ্যান পরিচালনায় নিযুক্ত রয়েছেন। এবার পুজোয় দুই শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও মহাপঞ্চমীতে পুজোর উদ্বোধনে আসবেন রামরাজতলা শঙ্কর মঠের মহারাজ। এই বছরও কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন করা হয়েছে। মণ্ডপের দুই দিক খোলা রাখা হয়েছে যাতে মানুষ একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন। বিনামূলে মাস্ক ও স্যানিটাইজার বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।