সুদীপ দাস, ২৭ সেপ্টেম্বর:- তৃণমূলের সবাই খারাপ নয়। না খায়া, না পিয়া, গ্লাস তোরা যারা যা রাহা হ্যায়। তাই তাঁদের শ্বাসরোধ অবস্থা। যখন-তখন যা কিছু হতে পারে। এই মুহুর্তে ৩৮জন আমাদের সাথে যোগাযোগ করছে। যার মধ্যে ২১জন সরাসরি আমার সাথে যোগ রাখছে। কভি ভি, কহি ভি কুছ ভি হো সকতা হ্যায়। চুঁচুড়ায় এসে নিজস্ব স্টাইলে বোমা ফাটালেন প্রখ্যাত অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার সকাল সওয়া ১১টায় চুঁচুড়া স্টেশনের কাছে ফার্ম সাইড রোডে গাড়ি থেকে নামেন মিঠুন চক্রবর্তী।
সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন চুঁচুড়ার সিংহিবাগানে একটি ত্রিতন বাড়িতে প্রাক সম্মীলনী নামক বিজেপির সাংগঠনিক কর্মসুচিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনিবলেন দেখতে থাকুন। যখন তখন যা কিছু হতে পারে। পাশাপাশি সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানে মহিলা পুলিশ কর্মী ও বোরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বচসা নিয়ে তৃণমূল কটাক্ষের ময়দানে নামে। সেবিষয়ে মিঠুন চক্রবর্তী বলেন একটা সম্প্রদায়কে আঘাত করা হয়েছে। আমি দেখলাম একজন সমকামী মহিলা কাঁদছে। অন্যদিকে এদিন সাংবাদিকদের প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে একহাত নেন রাজ্য সভাপতি সুকান্ত অধিকারীও।