এই মুহূর্তে জেলা

তর্পণ বিতর্কে মদন মিত্রের উদ্দেশ্যে কড়া বার্তা ফিরহাদের।

হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- রবিবার সকালে মহালয়ার দিন বাবুঘাটে তর্পণ করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করেছিলেন মদন। এই নিয়ে শুরু হয় বিতর্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মদন মিত্রর বিরুদ্ধে হাওড়ার বালি থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। সোমবার সন্ধ্যায় এই নিয়ে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “মদন মিত্র যদি এটা করে থাকে যদিও আমি জানিনা, যদি করে থাকে তাহলে উনি অন্যায় করেছেন। তার কারণ রাজনৈতিকভাবে দিলীপ ঘোষের সঙ্গে বা শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। কিন্তু তাঁদের সবার দীর্ঘজীবন কামনা করি। জীবিত মানুষের নামে তো কখনও তর্পণ হয়না। এটা নিয়ে যদি কেউ খেলা করে থাকে তাহলে অন্যায় করেছে। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ধরনের ছ্যাবলামো সমর্থন করি না।” সোমবার সন্ধ্যায় হাওড়ায় অত্যাধুনিক ফুলবাজার ‘বিতান’, ইনফো পার্ক ‘শ্রীপূর্ণা’, হাওড়া প্ল্যানেটোরিয়াম, এবং ‘আই লাভ হাওড়া’ নামক আইল্যান্ডের সূচনা করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এটা হাওড়াবাসীর জন্য পূজোর উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে।

হাওড়ায় এতো সুন্দর রাস্তাঘাট, হাওড়ায় এতো সুন্দর ফুল বাজার, হাওড়ায় এতো সুন্দর প্ল্যানেটোরিয়াম কলকাতার সঙ্গে সমান তালে হাওড়া এগিয়ে যাচ্ছে।” হাওড়ায় পুরভোট প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, “পুরভোট কবে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। তবে ডিলিমিটেশন প্রসেস রেডি হয়ে গেলে জেলাশাসক যখন জানাবেন তখন আমরা পুরদপ্তর থেকে নির্বাচন কমিশনকে জানিয়ে দেব যে আমরা প্রস্তুত আছি। যতক্ষণ না সেই প্রসেস শেষ হবে ততক্ষণ আমরা বলতে পারব না। হাওড়ায় ৫০ থেকে ওয়ার্ড বেড়ে ৬৬টা হয়েছে প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন, ওয়ার্ড যত ছোট হবে তত পরিষেবা পেতে মানুষের সুবিধা হবে। হাওড়া পুরসভায় অস্থায়ী চুক্তিভিত্তিক ৪১৯ পুরকর্মীদের সমস্যা মিটে যাবে বলেও তিনি জানান। সমীর পাঁজার ফেসবুক পোস্ট প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “সমীর পাঁজাকে দিদি এমএলএ করেছে। সবাইকে তো একসঙ্গে সবকিছু দেওয়া সম্ভব নয়। সমীর পাঁজা লড়াকু ছেলে। আমার সঙ্গে ওর খুব ক্লোজ রিলেশন রয়েছে। সমীরের কোনও সমস্যা নেই। আমরা সবাই একসঙ্গে আছি। সমীর আছে, সমীর আমাদের সঙ্গে ছিল এবং আমাদের সঙ্গেই থাকবে।” ডেঙ্গু প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম বলেন, “হাওড়া এবং বালিতে ডেঙ্গু অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু আছে। যতক্ষণ না একশ শতাংশ কন্ট্রোল হচ্ছে ততক্ষণ এটা বলা যায় না। তবে মানুষকে এই ব্যাপারে আরো সচেতন হতে হবে। মানুষ পুরোপুরি সচেতন হলে ডেঙ্গুকে আমরা সরিয়ে দিতে পারব।”