এই মুহূর্তে জেলা

এস,বি,এস,টি,সি হাওড়ার কন্ট্রাক্টচ্যুয়াল কর্মচারীদের কর্মবিরতি শুরু।

হাওড়া, ২১ সেপ্টেম্বর:- পুজোর মাত্র এক সপ্তাহ আগেই সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হাওড়ার ডিপোর কন্ট্রাক্টচ্যুয়াল কর্মচারীরা কর্মবিরতি শুরু করলেন। তাদের দাবি, ২০১৩ থেকে ২০২২ সালের সমূহ অস্থায়ী সকল প্রকার কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। সমকাজে সমবেতন প্রদান করতে হবে। প্রত্যেক অস্থায়ী কর্মচারীদের ২৬ দিনের হাজিরা দিতে হবে। সবেতন ছুটি মঞ্জুর করতে হবে। অস্থায়ী ছাঁটাই কর্মচারীদের পুনর্নিয়োগ করতে হবে। এই দাবিতে বুধবার সকাল থেকে ডব্লুউবিএসটিসি’র হাওড়া ডিপোতে অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেছেন সেখানকার সকল অস্থায়ী কর্মীরা।

কর্তৃপক্ষ দাবি না মানলে তারা এই কর্মবিরতি চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। এই কর্মবিরতির জেরে বুধবার সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হাওড়া ডিপো থেকে বেশিরভাগ বাস বের করা হয়নি। তবে যারা স্থায়ী কর্মী তাঁরা হাতেগোনা কয়েকটি বাস বের করতে পেরেছেন বলে জানা গেছে। পাশাপাশি অস্থায়ী কর্মচারীদের এই কর্মবিরতিতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বেশ কয়েকটি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিপোর কন্ট্রাকচ্যুয়াল স্টাফরা সামিল হয়েছেন বলে জানা গেছে। এদিকে, হাওড়া ডিপোর অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতি শুরু করায় সর্বত্র এর প্রভাব পড়তে শুরু করেছে।