এই মুহূর্তে জেলা

আগে একটিই পুজোই হতো, এখন লিলুয়া ওয়ার্কশপের প্রতি ইউনিটেই বিশ্বকর্মা পুজো।

হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- এই অর্থনৈতিক মন্দার বাজারে প্রভাব পড়েছে সর্বক্ষেত্রেই। প্রভাব পড়েছে শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোতেও। আগে একসময় হাওড়ার লিলুয়া ওয়ার্কশপে একটিই বড়ো করে পুজো হতো। সেই পূজোতে মেতে উঠতেন গোটা ওয়ার্কশপের কর্মীরা। এখন ওয়ার্কশপের প্রতি ইউনিটেই (শপে) আলাদা আলাদা করে পৃথকভাবে পুজো হয়। প্রায় শতাধিক পুজো হয় এখন।

এখানকার কর্মীরা বলেন, বহু আগে এখানে একটাই বড়ো করে পুজো হতো। এবং এখন প্রতিটি শপে পৃথকভাবে পুজো করা হয়। সারা বছর তারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। বিশ্বকর্মা পুজোর দিন পরিবারের লোকজন এখানে আসেন। সকলে মিলে বিশ্বকর্মা পুজোয় একাত্ম হয়ে ওঠেন তাঁরা। কর্মীরা জানান, তাঁদের কাছে দুর্গাপূজা নয় বরং বিশ্বকর্মা পুজোই আসল পুজো। তাই সারা বছর কাজের ফাঁকে এই একটি দিনের জন্য তাঁরা অপেক্ষায় থাকেন।